(ভিডিও সহ) শ্রীমঙ্গলে কুখ্যাত ডাকাত ফুল মিয়া গ্রেফতার

January 28, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ খুন ডাকাতিসহ ১৩ মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত ফুল মিয়াকে আটক করেছে পুলিশ।
২৬ জানুয়ারি বৃহস্পতিার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার নবনিযুক্ত ওসি কে এম নজরুল’র নেতৃত্বে ও বাহুবল থানা পুলিশের সহায়তায় সাতগাঁও এলাকায় অভিযান চালিয়ে ফুল মিয়া (৫০) নামে এই ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফুল মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, বিশ্বনাথ, বালাগঞ্জ, বাহুবল, কানাইঘাট ও কমলগঞ্জ থানায় ১৩ টি মামলা রয়েছে। এরমধ্যে ৭ টি মামলার গ্রেফতারি পরয়ানা রয়েছে বলে শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে। সম্প্রতি শ্রীমঙ্গল ও হবিগঞ্জে একাধিক ডাকাতির ঘটনায় পুলিশ দীর্ঘদিন যাবত সন্দিগ্ধ ফুল মিয়াকে ধরার চেষ্টা চালিয়ে আসছিল বলে শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল জানিয়েছেন। গ্রেফতারকৃত ফুল মিয়া শ্রীমঙ্গলের শংকরসেনা গ্রামের মৃত আঃ হাসিম এর ছেলে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com