শ্রীমঙ্গলে কুমারী সেজেছে প্রথম শ্রেণীর নন্দিনী

September 28, 2017,

বিকুল চক্রবর্ত্তী॥ জগতের আসুরিক শক্তি দূর করে ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে মানুষে মানুষে সৃষ্টি হবে ভাতৃত্ব বোধ আর পৃথিবীতে আসবে শান্তি এই প্রত্যাশায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে দেবী দূর্গার মহা অষ্ঠমী ও কুমারী পূজা।
২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর পোনে ১২টায় জেলার শ্রীমঙ্গল রঘুনাথপুর আনন্দময়ী কালী বাড়িতে দেবীর মহা অষ্ঠমী তিথিতে দেবী দূর্গার উমা রুপে পূজা করা হয় ৬ বছরের কুমারী নন্দিনী  চক্রবর্ত্তী অর্পাকে। নন্দিনী উপজেলার বনগাও গ্রামের নুপুর চক্রবর্ত্তীর মেয়ে। সে জামসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী। শিক্ষানুরাগী অধ্যক্ষ নিখিল ভট্টাচার্য্যের পরিচালনায় কুমারী পূজায় সিলেট বিভাগের বিভিন্ন এলাকার  বিভিন্ন ধর্মালম্ভীর হাজার হাজার দর্শনার্থী অংশ নেন। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ ও শ্রীমঙ্গল ্উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব। বক্তারা বলেন ধর্মবর্ণ নির্বিশেষে সবার মঙ্গলের জন্যই এই পূজা করা হয়। এ সময় রুহিঙ্গা নির্যাতন বন্ধে এবং তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার জন্য দেবী দূর্গার কাছে প্রার্থনা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com