শ্রীমঙ্গলে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ও কৃষি অফিসের নতুন ভবন উদ্ভোধন

May 31, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ও কৃষি অফিসের নতুন ভবন উদ্ভোধন করা হয়েছে। ৩১ মে মঙ্গলবার সকালে ফিতা কেটে নতুন ভবনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য সাবেক চিফ হুইপ আলহাজ্ব আব্দুস শহীদ এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল হক, কৃষি কর্মকর্তা সুকল্প দাশ, আওয়ামী লীগ নেতা অধেুন্দু কুমার দেব ও দ্বারিকাপাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মুনসুরুল হক।

Sreemongal-Pic-3--31,05,201
কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্থান্তরে জন্য কৃষক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় নির্মিত চার তলা ফাউন্ডেশনের এ ভবনটি বর্তমানে ৫৩ লক্ষ টাকা ব্যয়ে দ্বিতল ভবন নির্মান করা হয়।
নতুন ভবন উদ্ভোধন শেষে পাশেই উপজেলা প্রাঙ্গলে ৩ দিন ব্যাপী কৃষক প্রযুক্তি মেলা উদ্ভোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য সাবেক চিফ হুইপ আলহাজ্ব আব্দুস শহীদ এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল হক, কৃষি কর্মকর্তা সুকল্প দাশ, আওয়ামী লীগ নেতা অধেুন্দু কুমার দেব ও দ্বারিকাপাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মুনসুরুল হকসহ দলীয় নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com