শ্রীমঙ্গলে কৃষি উপকরন বিতরণ করলেন কৃষিমন্ত্রী
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ৩৬০০ জনকে কৃষি প্রণোদনা, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরন এবং অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ৬০০ জনকে বীজ, রাসায়নিক ও জৈব সার, নেট, ঝাঁঝড়ি, ফলের চারা বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আবদুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক কৃষানিদের মাঝে এসব উপকরন বিতরন করেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আবু তালেব বিষেশ অতিথি ছিলেন আধুনিক প্রযুক্তির মাধ্যামে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো: রকিব উদ্দিন, পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের প্রকল্প পরিচালক মো: আকরাম হোসেন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, উপপরিচালক সামছুদ্দিন আহমদ, অতিরিক্ত উপপরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি প্রমুখ।
মন্তব্য করুন