শ্রীমঙ্গলে কৃষি উপকরন বিতরণ করলেন কৃষিমন্ত্রী

July 6, 2024,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ৩৬০০ জনকে কৃষি প্রণোদনা, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরন এবং অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ৬০০ জনকে বীজ, রাসায়নিক ও জৈব সার, নেট, ঝাঁঝড়ি, ফলের চারা বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আবদুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক কৃষানিদের মাঝে এসব উপকরন বিতরন করেন।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আবু তালেব বিষেশ অতিথি ছিলেন আধুনিক প্রযুক্তির মাধ্যামে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো: রকিব উদ্দিন, পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের প্রকল্প পরিচালক মো: আকরাম হোসেন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, উপপরিচালক সামছুদ্দিন আহমদ, অতিরিক্ত উপপরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com