শ্রীমঙ্গলে গ্রাম আদালত সক্রিয়করণে সভা

October 11, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে গ্রাম আদালত সক্রিয়করণের লক্ষ্যে কার্যকরী গ্রাম আদালত পরিচালনা এবং সচেতনতা বৃদ্ধিতে মুখ্য অংশীজনদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ অক্টোবর মঙ্গলবার সকালে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সচিব, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণ উপস্থিত ছিলেন। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেবাংলাদেশ লিগ্য্লা এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাষ্ট)। আলোচনা সভায় অন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার অসীম কর, সাংবাদিক বিকুল চক্রবর্তী প্রমুখ। আলোচনাসভা শেষে গ্রাম আদালতের বিভিন্ন তথ্যাবলী নিয়ে একটি প্রদর্শনী ষ্টল ঘুরে দেখেন অংশগ্রহনকারীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com