শ্রীমঙ্গলে চা এর ই তথ্য “দুটিপাতা একটি কুঁড়ি” ও “চা সেবা” অ্যাপ্স এর উদ্বোধন
বিকুল চক্রবতী॥ চা এর ই তথ্য ভান্ডার “দুটিপাতা একটি কুঁড়ি” অ্যাপ্স ও “চা সেবা” মোবাইল অ্যাপ্স এর উদ্বোধন করা হয়েছে।
২৪ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিটিআরআই সেমিনার হলে এর উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: সাফিনুল ইসলাম এনডিসি পিএসসি।
“দুটিপাতা একটি কুঁড়ি” অ্যাপ্স ও “চা সেবা” মোবাইল অ্যাপ্স বাংলাদেশের চা শিল্পের উন্নয়নে যেমন কাজ করবে তেমনি এর মাধ্যমে সহজেই চা সর্ম্পকিত যে কোন তথ্য জানাযাবে বলে জানান বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: সাফিনুল ইসলাম।
এর আগে সকালে দুই পর্বে দুটি অ্যাপ্স সম্পর্কে স্লাইডসোর মাধ্যমে বক্তব্য উপস্থাপন করেন চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের কো-অডিনেটর এম সাহাব উদ্দিন মাহমুদ ও চা গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মশিউর রহমান আকন্দ।
চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের কো-অডিনেটর এম সাহাব উদ্দিন মাহমুদ জানান এর মাধ্যমে চা সম্পর্কিত যে কোন প্রশ্ন করা যাবে এবং প্রশ্ন করার কাছাকাছি সময়ে তার সমাধান উল্লেখ পূর্বক উত্তর দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান আরদাশির কবির, চা বাগান মালিক এম সালমান ইস্পানি, এম ওয়াহিদুদুল হক, সাফওয়ান চৌধুরী, ফিনলে টির এমডি আহমদ কামরুল ইসলাম চৌধুরী অবিই ও বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মাদ আলীসহ অর্ধশতাধিক চা বাগান মালিক ও চা বিজ্ঞানীরা।
পরে বাংলাদেশের চায়ের ভবিষত সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে চা বাগান মালিকদের সাথে এক সেমিনারে অংশনেন চা বোর্ড চেয়ারম্যান ও বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রের চা বিজ্ঞানীরা।
মন্তব্য করুন