শ্রীমঙ্গলে চা দোকানে কর্মচারী এইচএসসি পরীক্ষায় ৩.১৬ উর্ত্তীন
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ চা দোকানে কর্মচারী হয়েও এবারের এইচএসসি পরীক্ষায় ৩.১৬ পেয়ে উর্ত্তীন্ন হয়েছে মো মুছা মিয়া। হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ থেকে মানবিক বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করে সে এ কৃর্তিত্ব অর্জন করে। মুছা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বরকোটা গ্রামের দিনমুজুর আকবর আলীর ছেলে। মুছা বর্তমানে শ্রীমঙ্গলে কলেজ রোডসস্থ রেবতি চা ষ্টলের কর্মচারী। মুছার সাথে কথা বলে জানাযায়, সে শায়েস্তাগঞ্জে তার মামার হোটেলে কাজ করে লেখাপড়া চালাতো এবং শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি মানবিক বিভাগে থেকে ৩.২৮ পেয়ে পাশ করে। সে এসএসসি পাশ করে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে ভর্তি হয়ে জীবিকা নির্বাহের জন্য পাড়ি জমায় শ্রীমঙ্গলে। নেয় শ্রীমঙ্গলে কলেজ রোডসস্থ রেবতি চা ষ্টলের কর্মচারী হিসাবে। ১৮ আগষ্ট বৃহৎস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশের পর দোকানে এক কাষ্টমারের নিকট থেকে মোবাইল চেয়ে নিয়ে এসএমএস মাধ্যমে এ ফলাফল জেনে নেয়। ফলাফলে সে মহা খুশি। মুছা স্বপ্ন কি?, জানতে চাইলে, তার সাদামাঠা উত্তর, যোগ্যতার ভিত্তিতে কাজ হাসিল করা। মুছার ফলাফলে দোকান মালিক রেবতিও মহা খুশি। তিনি জানান তাকে পড়ানো জন্য সর্বাত্তক সহযোগীতা করবেন। মুছা উচ্চ শিক্ষার জন্য সবার কাছে সহযোগিতার কামনা করে।
মন্তব্য করুন