(ভিডিওসহ) শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্রে আগুন, এক ঘন্টাপর ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রনে
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা নিলাম কেন্দ্রে আগুনে চারটি এসি, কম্পিউটার, আসবাবপত্র সহ আরও কিছু মালামাল পুড়ে যায়। দ্বিতীয় তলায় এ সময় চা নিলাম সংক্রান্ত তাদের একটি সভা চলছিল। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পূরো ভবন। লোকজন ভবন থেকে দৌড়ে নীচে নেমে আসেন।
সোমবার ১৮ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় জাতীয় চা নিলাম কেন্দ্র ও টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স কর্পোরেশন অব বাংলাদেশের অফিসে এসির সুইচে শর্ট সার্কিটের ঘটনায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এক ঘন্টার প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আনে।
টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহর তরফদার জানান, এপ্রিল মাসের ২৭ তারিখে বছরের প্রথম চা নিলামের জন্য কর্মপরিকল্পনা করতে তারা সভায় বসে ছিলেন। এ সময় হঠাৎ করে এসিতে আগুন ধরে যায়। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এমন ঘটনা ঘটেছে। চারটি এসি ও কম্পিউটার পুঁড়ে গেছে। এছাড়াও আসবাবপত্রসহ ঘর কালো হয়ে গেছে বলেও জানান তিনি।
শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের সহকারী স্টেশন ম্যানেজার আব্দুল কাদির জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুরে সূত্রপাত ঘটেছে।
মন্তব্য করুন