শ্রীমঙ্গলে জঙ্গিবাদ দমনে গণসংগীত, মানববন্ধন ও সচেতনতা মুলক আলোচনাসভা

July 23, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সাম্প্রতিক সময়ে একটি চক্রের গভীর চক্রান্তে সারা দেশব্যাপী বিচ্ছিন্নভাবে সংগঠিত সন্ত্রাস, নৈরাজ্য, গুপ্ত হত্যা, বোমা হামলা ও জঙ্গি হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে গণসংগীত, মানববন্ধন ও সচেতনতা মুলক আলোচনা সভা।

srimangal-humanchain-pic-3
শনিবার ২৩ জুলাই দুপুর ১২টায় শ্রীমঙ্গল চৌমুহনী চত্ত্বরে সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান মালায় শ্রীমঙ্গল প্রেসক্লাব, অনুশীলন চক্র, বাংলাদেশ কমিউনিষ্ট পাটি, শ্রীমঙ্গল শাখা, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, যবলীগ, আওয়ামীলীগ, উলামালীগ, জাসদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, উদীচী শিল্পী গোষ্টী, সম্মিলিত সাংস্কৃতিক জোট শ্রীমঙ্গল শাখা। এ ছাড়াও অনুষ্ঠানে আরও অংশগ্রহন করেন ক্লিন শ্রীমঙ্গল, কনজুমার এসোসিয়েশন (ক্যাব), আন্তরজাতিক মানবাধিকার সংস্থা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, আইন সহায়তা কেন্দ্র,(আসক) নিরাপদ সড়ক চাই (নিসসা), বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটি, রেফারী সমিতি, ব্যাতিক্রম সমাজ কল্যান সংস্থা, শ্রীমঙ্গল ব্যাবসায়ী সমিতি, ফারিয়া, চারু শ্রীমঙ্গল, ভিডিও রেকডিং ও ফটোগ্রাফার সমিতি, পূজা উদযাপন পরিষদ, বিবেকানন্দ সাহিত্য পরিষদ, হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, জাগ্রত তরুন সংঘ, বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়ন, সাংতগাও সাংস্কৃতিক সংগঠন, বাতায়ন, দূবার্র যুব সংঘ, কন্ঠ শিল্পী উন্নয়ন সংস্থা, শ্রীমঙ্গল থিয়েটার, উচ্ছা¦াস থিয়েটার, প্রান্তিক থিয়েটার, বিজীয় থিয়েটার, জনতা থিয়েটার, দেশ থিয়েটার, ধ্রুম থিয়েটার,

srimangal-gono-songith-pic-এই বাংলায় নাট্য গোষ্ঠি, বনফুল নাট্য গোষ্টী, সন্ধানী শিল্পী গোষ্টি, প্রবাসী থিয়েটার,
থিয়েটার বিবেক, প্রজাপতি থিয়েটার, সারগাম সংগীত বিদ্যালয়, শিল্পাঙ্গন, শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, লাউয়াছড়া বন রক্ষা কমিটি, এমসিডা শ্রীমঙ্গল, উপজেলা স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামসহ শ্রীমঙ্গলের প্রায় শতাধিক সংগঠনের একাত্মতা ঘোষনা ছাড়াও অনুষ্ঠানে সর্বস্তরের জনগণ এতে অংশগ্রহন করেন। অনুষ্ঠানে শ্রীমঙ্গলের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, আমাদের ঘরে ঘরে সামাজিক আন্দোলন গড়েতুলে সদ্যসৃষ্ট এ উগ্রবাদকে আমাদেও সমাজ থেকে চিরতরে দুর করতে হবে।

srimangal-humanchain-pic-2 অনুষ্টানে সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি আশরাফি আজম এর সভাপতিত্বে ও অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক বিকুল চক্রবর্ত্তী লেখক ও সমালোচক বিকাশ দাশ বাপ্পনের পরিচালনায় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য ও একাত্মতা পোষন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মনির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য, শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদের উপদেষ্টা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সুলতান মোহাম্মদ ইদ্রিছ লেদু সাবেক ইউপি চেয়ারম্যান রাসেন্দ্র দত্ত, বাংলাদেশ মানবাধিকার কমিশনের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি এম এ রহিম, দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, অনুশীলন চক্রের সাধারণ সম্পাদক কাওছার ইকবাল, একুশে দর্শক ফোরামের উপদেষ্টা গীতিকার শাহ আব্দুল আজিজ, সাবেক চেয়ারম্যান পরাগ বারই, শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তহিরুল ইসলাম মিলন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, সাংবাদিক ও কলামিষ্ট সৈয়দ আমিরুজ্জামান, ক্লিন শ্রীমঙ্গল এর পরিচালক সুজা উদ্দিন হামিম, যুব ইউনিয়ন নেতা বেলাল হোসেন রাজু, সাতগাও সামাদিয়া মাদ্রাসার সভাপতি বদরুল আলম শিপলু, উলামালীগ শ্রীমঙ্গল উপজেলার সভাপতি মো. আসাদ উল্লা, আরটিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মামুন আহমদ, সারগাম সভাপতি মোমিনুল হোসেন সোহেল, সম্মিলিত নাট্য পরিষদের সমন্বয়ক মলয় রায় ভানু,

gউচ্ছ্বাস থিয়েটারের সাধারণ সম্পাদক নিতেশ সুত্রধর, ফারিয়া সভাপতি দেবব্রত দত্ত হাবুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সশীল শীল, সারগাম এর অধ্যক্ষ ও সম্মিলিত নাট্য পরিষদের উপদেষ্টা বুলবুল আনাম, দেশ থিয়েটার এর সাধারণ সম্পাদক সাংবাদিক রজত শুভ্র চক্রবর্তী, সাংবদিক হৃদয় চন্দ্র দেব নাথ, উদীচী শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক প্রনবেশ চৌধুরী অন্তু, থিয়েটার বিবেক এর সভাপতি শ্যামল আচার্য্য, সাংবাদিক সঞ্জয় কুমার দে, অনুপ ভট্টাচার্য্য, জনতা থিয়েটারের সাধারণ সম্পাদক সাংবাদিক সুমন বৈদ্য, ব্যাতিক্রম শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক পংকজ নাগ, নাট্য পরিষদের অর্থ সম্পাদক সজল কান্তি দেব, কামরুল হাসান দুলন, ফটো সাংবাদিক বিক্রমজিৎ বর্ধন, বাবলু রায়, কবি তোফায়েল আহমদ, কাউছার আহমদ রিয়ন, সিরাজুল ইসলাম লিটন, নিজাম উদ্দিন, সুলতান মাহমুদ, বিষ্ণু পদ পাল, অঞ্জন দত্ত প্রমুখ।
অনুষ্ঠানে গণ সংগীত পরিবেশন করেন শিল্পী সুশীল শীল, কৃষ্ণ কলি সুত্রধর কৃষ্ণা, হামিদ প্রবাসী ও প্রান্ত আচার্য্য।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com