শ্রীমঙ্গলে জমি সক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধা খুন
সাইফুল ইসলাম॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের আছকির মিয়া (৬০) নামের এক বৃদ্ধাকে গলা চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
৩ জুন শনিবার সকালে থানা পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে ।
এর আগের দিন ২ জুন শুক্রবার বিকেল ৬ টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কামারগাঁম গ্রামের নিহত আছকির মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আছকির মিয়া কামারগাঁও গ্রামের হাজী মনছব উল্যার ছেলে।এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের স্ত্রী রাহেনা বেগম বাদী শ্রীমঙ্গল থানায় ৪ জনের বিরুদ্ধে হত্যা দায়ের করেছেন।মামলার আসামীরা হলেন, ছুরুক মিয়া (৫০) সুমন মিয়া (৩৫), মিলন মিয়া (৪০) ও মিজান মিয়া (৪২)।নিহতের ভাতিজা বেলাল বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কামারগাঁও গ্রামের মৃত সুফি মিয়ার ছেলে ছুরুক মিয়ার সঙ্গে আমার চাচা আছকির মিয়ার মৌলভীবাজার আদালতে দুটি মামলা চলে আসছিল। এই বিরোধের জের ধরে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ছুরুক মিয়া (৫০) ও তার ছেলে সুমন (৩৫), সৎ ভাই মিলন(৪০) এবং চাচাতো ভাই মিজান (৪২) এক সঙ্গে মিলে আছকির মিয়ার বাড়িতে যায়। এরপর তাকে ঘর ডেকে বের করে এনে আছকির মিয়াকে তারা গলা চাপা দেয়। সঙ্গে সঙ্গে আছকির মিয়া জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। ওই দিন নিহত আছকির মিয়া রোজা ছিলেন বলেও জানান তিনি।শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত মো.জসিম বলেন, ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোন কিছু বলা যাবে না। প্রাথমিক অবস্থায় তাঁর শরীরে আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন