শ্রীমঙ্গলে জলবায়ু অর্থায়নে শিল্পোন্নত দেশের প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদানে অঙ্গীকার বাস্তবায়নের আহ্বানে মানববন্ধন

April 30, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ জলবায়ু অর্থায়নে শিল্পোন্নত দেশের প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদানে অঙ্গীকার বাস্তবায়নের আহ্বানে  শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩০ এপ্রিল রোববার সকালে স্থানীয় চৌমহনা চত্ত্বরে  ট্রান্সপারেসি ইন্টারন্যশনাল বাংলাদেশ, টিআইবি সহযোগীতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। সনাক শ্রীমঙ্গল সভাপতি জনাব সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও শ্রীমঙ্গল সনাকের সাবেক সভাপতি সাইয়্যিদ মুজীবুর রহমান, সনাক সসদস্য দীপেন্দ্র ভট্টাচার্য, স্বজন সমন্বয়কারী সৈয়দ ছায়েদ আহমদ, সদস্য এস এ হামিদ, সিপিবি শ্রীমঙ্গল এর সহকারী সাধারণ সম্পাদক জাভেদ ভুঁইয়া প্রমুখ। এসময় টিআইবি এরিয়া ম্যানেজার খোদেজা বেগমসহ সনাক, স্বজনম ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতির বিষয়বস্ত তুলে ধরেন বলেন বিশ্বের প্রধান কার্বন নিঃসরণকারী দেশ হিসাবে প্যারিস চুক্তি বাস্তবায়নে সকল শিল্পোন্নত দেশের অঙ্গিকার অব্যাহত রাখতে হবে। দূষণকারী কর্তৃক ক্ষতিপূরণ প্রদান নীতি বিবেচনা করে ঋন নয়, শুধু সরকারি অনুদান,যা উন্নয়ন সহায়তার ‘অতিরিক্ত এবং নতুন’ প্রতিশ্রুতি হবে-কে স্কীকৃতি দিয়ে জলবায়ু অর্থায়ন নিশ্চিত করাসহ ১০ দফা দাবী তুলে ধরে। এছাড়াও ট্রান্সপারেসি ইন্টারন্যশনাল বাংলাদেশ, টিআইবি, কর্তৃক একটি বিভিন্ন দাবি জানিয়ে লিফলেট বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com