শ্রীমঙ্গলে জাগছড়া চা বাগানে ভাই ভাই টেলিকম দোকানে চুরি
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলা কালিঘাট ইউনিয়ন জাগছড়া চা বাগানে ভাই ভাই টেলিকম এন্ড ভেরাইটিজ স্টোরে বিগত ১১’ই জুলাই আনুমানিক রাত ৩ ঘটিকার সময় চুরি সংঘটিত হয়েছে। চুরি হওয়ার ঘটনায় দোকান মালিক লিটন কানু শ্রীমঙ্গল থানায় সশরীরে উপস্থিত হইয়া দোকান চুরির বিষয় ও বিগত কয়েক মাসে চুরির হওয়ার সন্দেহাতীত অজ্ঞাত নামা কয়েকজন ব্যাক্তির নামে অভিযোগ দায়ের করেন।
সর্বপ্রথম দোকান চুরির সাটার ভাঙ্গা ও দোকানের লজেন্স পাত্র পড়ে থাকা দেখতে পাওয়া জাগছড়া চা বাগানের দুই ব্যাক্তি মধ্যে ধন কালেন্দি বলেন আমরা ভোর সকালবেলায় শ্রীমঙ্গলের নাইটডিউটি শেষে চা বাগানে দোকানের পাশে আসলে আমার সঙ্গী রন্জিত কেওট আমাকে বলে লিটনের দোকানের বোয়াম (লজেন্স পাত্র) এলোমলো,সাটার নিচের অংশ ভাঙ্গা দেখে পাশের দোকান শ্যোমল প্রজাপতি কে ডাক দিয়ে উঠিয়ে তার কাকা ঘরের ভাই লিটন কে কল দিলে দোকানের সামনে এসে দেখে দোকানের নিচের অংশে সাটার ভাঙ্গা,লাঠি ও লজেন্স পাত্র পড়ে থাকা অবস্থায় কাকা ঘরের ভাই লিটন মহাজনকে কল দেয় তারপর দোকানে আসে ও বাগানের সবাই সকালে দোকান চুরি হওয়া দেখতে আসে।
ভূক্তভোগী দোকান চুরির দোকান মহাজন লিটন কানুকে জিজ্ঞাসা করলে বলেন, আমি ২০১৪ সাল থেকে দোকানদারী করে আসতেছি কিন্তু এরকম চুরি হবে ভাবতে পারি নাই। গতকাল বুধবার পেমেন্টবার ছিল আমার দিন ও রাতের বেচাকেনা ১০,০০০/= হাজার টাকা,গত সপ্তাহে কিস্তি তোলা ৩০,০০০/= হাজার টাকা, প্রতিদিন ১০০/= ও ২০০/= টাকা করে জর্দার কৌটার মধ্যে জমানো টাকাসহ সর্বমোট ৮০,০০০/= টাকাসহ ক্যাশের ড্রয়ারে বিভিন্ন কোম্পানির (ডার্বি,পাইলট,স্টার,মুন্ড) সিগারেট দোকান সাটার নিচের অংশ বাঁকিয়ে ও ক্যাশের টেবিল সরিয়ে চুরি করে নিয়ে যায়। সকালে কিস্তি বাবু আসছিল টাকার জন্য কিস্তি দিতে পারি নাই। আমি দোকান চুরির বিষয় শ্রীমঙ্গল থানার পুলিশ প্রশাসনকে অবগত জিডি করে আসছি। আমাদের চা বাগানে বিগত ছয় (৬) মাস আগে এরকম চুরির ঘটনা ঘটেছে তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমের আইনানুগ ব্যবস্থা ও ক্ষতিপূরণে জোর দাবী জানাচ্ছি।
পার্শ্ববর্তী দোকান মহাজন উজ্জ্বল নায়েক বলেন আমারও দোকান গত রাতে চুরি হয়েছে। আমারও প্রতিদিনকার বছরের ব্যাংকারে জমানো টাকা,সিগারেট,চার্জার,মোবাইল ব্যাটারী ও ক্যাশের টাকা সব চুরি করে নিয়ে গেছে।
পার্শ্ববর্তী দোকান মহাজন শ্যোমল প্রজাপতি বলেন লিটন কানুর দোকান সাটার নিচের অংশ ভেঙ্গে তার কিস্তি টাকা, পাশের দোকানেরও পেমেন্টবার বেচাকেনার টাকা,জমানো টাকাসহ সিগারেট চুরি করে নিয়ে যায়। আমরা সকালে এসে চা বাগানের সাধারণ মানুষও এসে দোকান দেখে যায়।
৮ নং কালিঘাট ইউনিয়ন জাগছড়া চা বাগানের ইউপি সদস্য মিঠুন সিং রাউতিয়া বলেন আসলেই গতকাল রাতে লিটন কানুর দোকান চুরি হয়েছে এটা খবই দুঃখজনক ও চা বাগানের জন্য লজ্জাজনক বিষয়। অদূর ভবিষ্যৎ এরকম চুরি না হয় তার জন্য আমরা বাগান পঞ্চায়েত, এলাকার যুব, গণ্যমান্য ব্যাক্তিবর্গদের নিয়ে সুষ্ঠু তদন্ত শুরু করেছি। আর তারাও শ্রীমঙ্গল থানায় দোকান চুরির বিষয় জিডি করেছে।
শ্রীমঙ্গল থানার তদন্ত অফিসার এসআই রাজু বিশ্বাস বলেন আমি জাগছড়া চা বাগানে লিটন কানুর দোকান চুরির অভিযোগ পেয়েছি। চোরকে শনাক্ত করতে পারলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিব।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন আমরা যথেষ্ট চেষ্টা করতেছি যাতে শ্রীমঙ্গলে এ রকম চুরি সংঘটিত না হয় কিন্তু চোর চক্ররা জামিনে বের হয়ে আবার চুরিতে জড়িয়ে পড়ছে। তদন্তের মাধ্যমে চোরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করিব।
মন্তব্য করুন