শ্রীমঙ্গলে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

July 20, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ “জল আছে যেখানে, মাছচাষ সেখানে” এই প্রতিপ্রাদ্য বিষয় নিয়ে শ্রীমঙ্গলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ পালিত হয়েছে। এ উপলক্ষে ২০ জুলাই বুধবার সকালে শ্রীমঙ্গল সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)বিশ্বজিৎ কুমার পাল সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব। সন্তোষ রঞ্জন দত্ত এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক পরিক্রমা সম্পাদক এম ইদ্রিস আলী ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শহীদুর রহমান সিদ্দিকী। আলোচনা শেষে একই স্থালে মৎস্য সাপ্তাহ পালনের উদ্দিশ্য নিয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা সিনিয়র সিনিয়র মৎস্য কর্মকর্তা মো শহীদুর রহমান সিদ্দিকী। এসময় শ্রীমঙ্গল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী,সহসভাপতি মো. ইসমাইল মাহমুদসহ ক্লাবের কাযৃকরী কমিটির সদস্যরা ছাড়াও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com