(ভিডিওসহ) শ্রীমঙ্গলে ডেঙ্গু সচেতনতায় পল্লী চিকিৎসকদের নিয়ে সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে পল্লী চিকিৎসকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ডেঙ্গু বিষয়ে সচেতনতা মুলক আলোচনা সভা।
১৮ আগস্ট রবিবার সন্ধায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ও বিএমএ শ্রীমঙ্গল শাখা এবং শ্রীমঙ্গল পল্লী চিকিৎসক সমিতি সহযোগীতায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন শতাধিক পল্লী চিকিৎসক ও বিভিন্ন পিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রেসক্লাব সভাপতি মৌলভীবাজার জজ কোর্টের পিপি এডভোকেট এ এস এম আজাদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালেক।
ডেঙ্গ বিষয়ে প্রধান অলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ শ্রীমঙ্গল শাখার সভাপতি প্রবীণ চিকিৎসক ডাঃ হরিপদ রায়। এছাড়াও ডেঙ্গু বিষয়ে আরো বক্তব্যদেন ডাঃ সাজ্জাত, ডাঃ সাদ ও ডা. রাফাত।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় আরো বক্তব্যদেন পল্লি চিকিৎসক সমিতির সিলেট বিভাগীয় সভাপতি ডাঃ গোপেন্দ্র আচার্য রানু, শ্রীমঙ্গল শাখার সভাপতি ডাঃ রাধা কান্ত দাশ, সম্পাদক ডাঃ মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ ও নির্বাহী সদস্য ডাঃ গোপাল সরকার।
মন্তব্য করুন