শ্রীমঙ্গলে তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ তথ্য অধিকার, সুশাসনের অঙ্গীকার, তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা বিষয়ক ওরিয়েন্টেশন শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটি উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) বিশ্বজিত কুমার পাল। ট্্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি’র সহযোগিতায় গঠিত সচেতন নাগরিক কমিটি সনাক (টিআইবি) শ্রীমঙ্গল এর আয়োজনে অনুষ্ঠানের প্রশিক্ষনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সনাক(টিআইবি) সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ।
প্রশিক্ষনে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার আল আমীন মিয়া ও এ্যাসিস্টেন্ট ম্যানেজার রুমানা আক্তার। প্রশিক্ষনে অংশগ্রহন করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ। এসময় উপস্থিত ছিলেন স্বজন সমন্বয়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, টিআইবি এরিয়া ম্যানেজার খোদজা বেগম ও সহকারী ম্যানেজার মোঃ মাহবুব আলমসহ অন্যরা।
মন্তব্য করুন