শ্রীমঙ্গলে তাপদাহে জনজীবন অচল

April 25, 2016,

সাইফুল ইসলাম॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রচন্ড গরম আর তাপদাহে জনজীবন অচল হয়ে পড়েছে।

২৪এপ্রিল রবিবার দুপুর পর্যন্ত  শ্রীমঙ্গলে সবোর্চ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এক দিকে দাবদাহ অন্যদিকে গরম বাতাসের কারণে ডায়রিয়া ও হিট স্টোকসহ নানা রোগের প্রকোপ দেখা দিয়েছে। এ কারণে চিকিৎসকরা প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন ।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হারুনুর রশিদ মুঠোফোনে বলেন, গত ২/৩ ধরে শ্রীমঙ্গলে অস্বাভাবিক আবহাওয়া বিরাজ করছে। একদিকে প্রচন্ড দাবদাহ অন্যদিকে গরম বাতাসের কারণে বেলা ১২টার মধ্যেই তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরো ছাড়িয়ে যেতে পারে বলে তিনি জানান। সূর্যের কিরন লম্বালম্বিভাবে পরায় গরমও বেশি। এই ধরণের তাপমাত্রা আরও ২/৩ দিন অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com