শ্রীমঙ্গলে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি স্মরণে শোকসভা

March 1, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি:  শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সাবেক সভাপতি আবু জাফর মোহাম্মদ খালেদ এর মৃত্যুতে শোক সভা আয়োজন করেছে দুপ্রক শ্রীমঙ্গল। এছাড়াও সভায় বর্তমান সদস্য ডা: পুষ্পিতা খাসস্তগীর এর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দরা।
শুক্রবার সন্ধা ৭টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের উদ্যোগে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গলের সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, মরহুমের ছোট ভাই সুলতান মোহাম্মদ ইদ্রিস লেদু, জামাতা মো: শাহজাহান উদ্দিন আহমেদ, দুপ্রকের সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুর রউফ তালুকদার, সহসভাপতি জয়শ্রী চৌধুরী শিখা, সদস্য সাংবাদিক মো: কাওছার ইকবাল ও মো: শামছুল ইসলাম শামীম প্রমুখ।
শোক সভায় মরহুমের একমাত্র ছেলে আবুল শাকিল মোহাম্মদ খালেদ, দৈনিক দিনকারে প্রতিনিধি মো: রুবেল আহমেদ, করতোয়ার প্রতিনিধি মো: নূর মোহাম্মদ সাগরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
বক্ততারা প্রয়াত আবু জাফর মোহাম্মদ খালেদের দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com