শ্রীমঙ্গলে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ

November 14, 2024,

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ১৪ নভেম্বর সকাল ১১ টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদক হবিগঞ্জ জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ এরশাদ মিয়া।

দুপ্রক শ্রীমঙ্গলের সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর সভাপত্বিতে ও সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুপ্রকে সহ সভাপতি এ এন এম ওয়াহিদুজ্জামান, সাধালণ সম্পাদক আলহাজ¦ মো: আব্দুর রউফ তালুকদার ও সদস্য ডাক্তার পুষ্পিতা খাস্তগীর ও শিক্ষক প্রতিনিধি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক সুর্ধেন্দু ভট্টাচার্য্য। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী অভিরূপ চৌধুরী ও শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী আনিকা হোসেন।

দুর্নীতি দমন কমিশন দুদকের সহযোগিতায় উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ২শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উপকরণের মধ্যে রয়েছে, স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, স্কেল, ছাতা, টিপিন বক্স, পানির পট ও খাতা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com