শ্রীমঙ্গলে দূর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন ও সুশাসন নিশ্চিতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে দূর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন ও সুশাসন নিশ্চিতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। ৪ মে বুধবার সকালে থেকে অর্ধদিবস পর্যন্ত শহরের একটি রেস্টুরেন্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি,সনাক শ্রীমঙ্গল এর উদ্যোগে কর্মশালায় অংশ গ্রহন করেন নেটওয়ার্ক পার্টনার,দুপ্রক সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সনাক সদস্য ও নির্বাচিত কর্মীবৃন্দ। কর্মশালায় টিআই-টিআইবি এর সংক্ষিপ্ত পরিচয়, দুর্নীতিবিরোধী আন্দোলন ও দলীয় কাজ পরিচালনা এবং বিভিন্ন তথ্য উপাপ্ত উপস্থাপন করেন প্রশিক্ষক টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার সুদর্শন পাল।
সনাক সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর সঞ্চালনায় প্রশিক্ষন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, এস এ হামিদ, তহিরুল ইসলাম মিলন, আজাদুর রহমান, কাওছার ইকবাল, অনিরুদ্ধ দাস বাচ্ছু, আব্দুল হান্নান চিনু প্রমুখ। কর্মশালা শেষে অংশ গ্রহন কারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। এসময় টিআইবি এরিয়া ম্যানেজার খোদেজা বেগম ও সহকারী এরিয়া ম্যানেজার(অর্থ) মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন