শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র স্থাপন শীঘ্রই

October 21, 2017,

সাইফুল ইসলাম॥ জাতিসঙ্গের স্থায়ী কমিটির সাবেক রাষ্ট্রদূত ড. এ কে এম আব্দুল মোমেন  ও টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিপিটিএবি) আহবায়ক ড. একে এম আব্দুল মোমেন বলেন, ‘শ্রীমঙ্গল-মৌলভীবাজারে সবচেয়ে বেশি চা বাগান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার ঘোষণা করেছেন দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র স্থাপনের।
কিন্তু এইটা হওয়ার যতরকম অবকাঠামো দরকার আমাদের সব রেডি আছে। কিন্তু কি কারণে চা নিলাম কেন্দ্র ঘোষণা হচ্ছে না। অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলাপ হয়েছে, তারা বলেছে খুব শীঘ্রই তারা চালু করে দিবে। ২০ অক্টোবর শুক্রবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে  ব্যবসায়ী সমিতির কার্যালয়ে টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিপিটিএবি) আয়োজিত চা নিলাম  সংক্রান্ত কর্ম পরিকল্পনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজকের এই আলোচনা হল, নিলাম কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে আমাদের কোন দূর্বলতা আছে কি না।  আমরা আলোচনায় দেখলাম আমাদের কোন দূর্বলতা নাই। আমাদের মন্ত্রণালয়কে বলবো আপনারা খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রীর ইচ্ছা – আমাদের সেই দাবি আশা করছি, খুব শীঘ্রই এই চলতি বছরের ২০১৭ সালের মধ্য দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র চালু হবে। এটা চালু হলে দেশে লোকের উপকার হবে। চায়ের কোয়ালিটি নষ্ট হবে না। যানজট কমবে।বহু ধরণের খরচ কমবে। সবদিক থেকে বিবেচনায় শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র স্থাপন হয় দেশের জন্য মঙ্গল হবে।


এর আগে তিনি চা বাগান মালিকদের ওয়্যারহাউসগুলো ও বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন।
টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিপিটিএবি) আহবায়ক  ড. একেএম আব্দুল মোমেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব জহুর তরফদারের পরিচালনায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, চা পাতা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. চেরাগ মিয়া। এসময় উপস্থিত ছিলেন, এম আর খান চা বাগানের এমডি সিরাজুল ইসলাম চৌধুরী, এস এম এন ইসলাম মনির, মৌলভীবাজার চেম্বারের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ডা. এম এ আহাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গ্রেটার সিলেট টি ব্রোকার্স এর চেয়ারম্যান এম এ মনির,জিল্লুল আনাম চৌধুরী, এসটি ব্রোকার্সের এমডি আবু সুলতান মোঃ ইদ্রিছ লেদু, চা-বাগান মালিক নূরুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. কদর আলী, জুলেখানগর চা বাগানের পরিচালক সৈয়দা গুলশান আরা, চা-কর সৈয়দ মনসুরুল হক,ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, জালাবাদ টি ব্রোকার্সের প্রণব পাল, চা ব্যবসায়ী পীযুষ দাশ গুপ্ত, চেম্বার পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com