শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার

September 5, 2024,

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে এশটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর বিকেলে শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার সড়কের পাশে ধান ক্ষেতে বিশাল আকৃতির অজগর সাপ দেখে স্থানীয়রা শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে কবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটিকে উদ্ধার করেন। সজল দেব জানান, বিকেলে শ্রীমঙ্গল সড়কস্থ ধান ক্ষেতে এশটি বড় আজগর সাপ দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরে প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ প্রাণীটিকে উদ্ধও করতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। সেখান থেকে অক্ষত অবস্থায় অজগর সাপটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকরা অজগরটি প্রায় ১০ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ১২ কেজি। পরে উদ্ধারকৃত অজগর সাপটিকে স্থানীয় বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com