শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন উন্নয়নে অংশীজনদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ
এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন (ঈডওঝ) প্রমোশনে অংশীজনদের ভূমিকা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটোরিয়ামের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
ম্যাক বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম প্রমুখ।
ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ এর সভাপতিত্বে প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সোসাল ডেভেলপমেন্ট এক্সপার্ট সঞ্জয় মুখার্জি, এসকেএস ফাউন্ডেশনের এডভোকেসি ও কমিউনিকেশন পরিচালক যোসেফ হালদার।
প্রশিক্ষণে পৌরসভা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নারী ফোরাম, যুব সংগঠন, ওয়াশ মনিটরিং টিম, গণমাধ্যম, এনজিও, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ঋঅঘঝঅ-ইউ -ইউ নেটওয়ার্কের প্রতিনিধিসহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন।
ম্যাক বাংলাদেশের আয়োজনে ও এসকেএস ইন-এ ঋঅঘঝঅ-ইধহমষধফবংয-এর সচিবালয় সংস্থা এসকেএস ফাউন্ডেশন জরংরহম ভড়ৎ জরমযঃং ভড়ৎ ঝঃৎবহমঃযবহরহম ঈরারষ ঝড়পরবঃু ঘবঃড়িৎশ ঃড় অপযরবাব ঝউএ ৬ প্রকল্পের ব্যানারে এই প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণে ঈডওঝ প্রমোশনে পৌরসভা, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, সিএসও এবং কমিউনিটি গ্রুপসহ সকল স্টেকহোল্ডারদের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরা হয়। প্রশিক্ষণে শহরাঞ্চলের স্যানিটেশন চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
মন্তব্য করুন