শ্রীমঙ্গলে নাগরদোলা’র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ভোধন ও অভিভাবক সমাবেশ

April 21, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ দৈনন্দিন প্রয়োজনে বাড়ির আশে পাশে মশল্লা ও ফলজ বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করতে শ্রীমঙ্গলে উদ্বোধন করা হয়েছে মাস ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচী ও অভিভাবক সমাবেশ।
২০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গলে নাগরদোলা সাহিত্য পত্রিকার প্রথমবর্ষ পূর্তিতে শ্রীমঙ্গল সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নে কুঞ্জবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও সমাবেশের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃক্ষ রোপনে প্রধানমন্ত্রীর পুরস্কার প্রাপ্ত সাংবাদিক বিকুল চক্রবর্তী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দ্বারিকাপাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় ইউপি সদস্য মো.আব্দুস শহীদ এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা: মো. একরামুল কবির এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল কুদ্দুস, গ্রামীন চিকিৎসা সেবায় নিবেদিত প্রাণ ডা: জমির উদ্দিন আহমদ, দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার প্রতিনিধি বিক্রমজিৎ বর্ধন, নাগরদোলার সম্পাদক শিমুল তরফদার, দৈনিক আমার সংবাদ পত্রিকার সোলেমান আহমেদ মানিক, দৈনিক খোলা কাগজের শ্রীমঙ্গল প্রতিনিধি তোফায়েল আহমেদ পাপ্পু, নাগরদোলার সহ সম্পাদক মো.জহিরুল ইসলাম, দৈনিক আমাদের সময় এর শ্রীমঙ্গল প্রতিনিধি অরবিন্দ দেব, তরুণ সংবাদকমী রিমন ইসলাম, রুপম আচার্য্য প্রমুখ।
অভিভাবক সমাবেশ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ ও ঔষধীর বৃক্ষ রোপন করা হয়।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাজারে প্রচুর পরিমানে ভেজাল মশল্লা ও বিষাক্ত স্প্রে করা ফল আমরা কিনে খেয়ে থাকি। এ থেকে রক্ষা পেতে হলে বিশেষ করে গ্রামে গঞ্জের যাদের নিজের বাড়ি এবং বাড়িতে একটু হলেও জায়গা আছে সেখানে হলুদ, মরিচ, আদা, ধনিয়া, তেজপাতাসহ বিভিন্ন মশল্লা জাতীয় গাছ রোপন করতে হবে। একই সাথে সব ধরনের ফলের গাছ বাড়িতে রোপন করারও অনুরোধ জানান তিনি। যার দ্বারা পুষ্টির চাহিদা পুরণের পাশাপাশি নিজের সন্তানকে চাহিদামতো বিষমুক্ত ফল খাওয়ানো যাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com