শ্রীমঙ্গলে নানা আয়োজনে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

March 18, 2024,

এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গলে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।

রবিবার ১৭ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কৃষি মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

পরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু তালেবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপরে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আলীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী, পল্লী বিদ্যুত সমিতির জিএম মিজানুর রহমান, সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা আলীগের মহিলা বিষয়ক সম্পাদক উস্মে ফারজানা প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি। এসময় উপজেলা চত্বরে উপস্থিত ৫ শতাধিক শিশুর মাঝে ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বই বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com