শ্রীমঙ্গলে পরিচ্ছন্ন থাকতে ছাত্রছাত্রীদের শপথ বাক্য পাঠ ও ঝুড়ি বিতরণ
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব শ্রীমঙ্গল গঠনের লক্ষ্যে মৌলভীজারের শ্রীমঙ্গল মনাই উল্লা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এগারোশো ছাত্রছাত্রীকে পরিচ্ছন্ন থাকা ও রাখার শপথ বাক্য পাঠ করিয়েছে ক্লিন শ্রীমঙ্গল।
২৪ আগষ্ট বুধবার সকালে ক্লিন শ্রীমঙ্গলের সদস্য সচিব সুজা উদ্দিন হামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন বিশিষ্ট চিকিৎসক ডা: হরিপদ রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন মনাইউল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন্দ্র দাশ জুয়েল, একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু তালেব বাদশা, ডেইলী ইন্ডাস্ট্রির শ্রীমঙ্গল প্রতিনিধি রজত শুভ্র চক্রবর্তী, শিক্ষক আলআমীন, শিক্ষক সামস উদ্দিন ইলিয়াছ, শিক্ষক বিভাস রঞ্জন পাল,
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শের জাহান আলী, নাট্য কর্মী মলয় রায় ভানু, শিক্ষক মো: মকবুল মিয়া ও অনুপ ভট্টাচার্য্য প্রমূখ।
পরে প্রত্যেক ক্লাস ও অফিস কক্ষের জন্য ক্লিন শ্রীমঙ্গলের পক্ষ থেকে একটা করে ঝুড়ি তুলে দেন অতিথিরা।
মন্তব্য করুন