শ্রীমঙ্গলে পরিত্যক্ত এক বিড়াল ছানাকে ১ মাস ধরে বুকের দুধ খাওয়াচ্ছে বানর

October 4, 2016,

এইচ ডি রুবেল॥ মাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে একটি বানর। পরিত্যক্ত এক বিড়াল ছানাকে ১ মাস ধরে মাতৃত্বের ছায়ায় আগলে রেখে পরম মমতায় বড়ো করছে মমতাময়ী মা বানর। কখনও বুকের দুধ খাওয়াচ্ছে, কখনও-বা নিজের খাবার ভাগ করে খাওয়াচ্ছে। হাতে তুলে খেলাচ্ছলে দোল খাওয়াচ্ছে। নাগপাশে কেউ এলে ছো’ মেরে কোলে তুলে বুকে আগলে রাখছে। ভিন্ন প্রজাতির এ বিড়াল ছানার প্রতি এক মা বানরের এমন বিরল ভালবাসায় অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েছেন।
ঘটনাটি শ্রীমঙ্গল শহরের জালালিয়া সড়কে একটি বার্ড ব্রিডিং সেন্টারের। ব্রিডিং সেন্টারের পরিচালক আব্দুল আহাদ মিয়া জানান, তার পোষা ২টি হিংস্র মেন্ডেলা প্রজাতির নিঃসন্তান বানর দম্পতি রয়েছে। ১ মাস আগে পুরুষ বানরটি একটি সদ্য ভূমিষ্ট বিড়াল ছানা কোথা থেকে এনে মা বানরের কাছে রেখে যায়। তখনও বিড়াল ছানাটির চোখ ফোঁটেনি। এরপর থেকে মা বানরটি বিড়াল ছানাকে মায়ের মতো লালন-পালন করে বড়ো করছে। তিনি আরও জানান, এ প্রজাতির বানর সাধারণত মাংশাসী প্রাণি হলেও অজ্ঞাত কারণে বিড়াল ছানাটিকে না খেয়ে স্ত্রী বানরের হাতে তুলে দেয়। শহরের অনেকে বিড়াল ছানার প্রতি বানরের ভালবাসা দেখতে সেন্টারটিতে ভীড় জমাচ্ছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com