শ্রীমঙ্গলে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ “টেকসই উন্নয়নে পর্যটন” এস্লোগানে নানান আয়োজনে পর্যটন কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস।
বুধবার ২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, পর্যটন সেবা সংস্থা, ট্যুর গাইড কমিউনিটির আয়োজনে বর্ণাঢ্য এক র্যালি বের করা হয়।
র্যালীটি উদ্ধোধন করেন,সাবেক চীফ হুইপ ও স্থানীয় সাংসদ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
পরে র্যালীটি পৌর শহরের চৌহমুনা পয়েন্ট থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা অডিটোরিয়াম গিয়ে শেষ হয়। পরে অডিটোরিয়াম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র কাজী আব্দুল করিমের সভাপতিত্বে ও লাউয়াছড়া ইকো কটেজের পরিচালক মো.সাইফুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টি হেভেন রির্সোটের পরিচালক আবু সিদ্দিক মো.মোছা।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী,বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজারের সাধারণ সম্পাদক আসম সালেহ সোহেল,ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক সবুজ কুমার দেব, ব্যবসায়ী সমিতি সভাপতি এএসএম ইয়াহিয়া,সাংবাদিক কলামিষ্ট সৈয়দ আমিরুজ্জামান,আবাসন সেবা সংস্থার সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম নিলু,কটেজ মালিক কাজী শামছুল হক, পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.ময়না মিয়া, হোটেল রেস্তোরার মালিক খায়রুল আলম বাশার, ট্যুর গাইড কমিটির খালেদ আহমদ।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ট্যুর গাইড তাপস দাস ও এসকে দাস সুমন প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন,চা শ্রমিক দেওয়ান তানজির হাসান চৌধুরী রাহিন।
মন্তব্য করুন