শ্রীমঙ্গলে পিএফজির পরিকল্পনা প্রণয়ন সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বহুদলীয় প্লাটফর্ম পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ বুধবার সন্ধা ৬ টায় শ্রীমঙ্গলস্থ গ্র্যান্ড তাজ এন্ড পার্টি সেন্টারে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইউকেএইড এর সহযোগিতায় সভা অনুষ্ঠিত হয়।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল এর প্রধান উপদেস্টা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সভাপতি সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে ও স্থানীয় কোÑঅর্ডিনেটর সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় কোÑঅর্ডিনেটর সৈয়দ নজরুল ইসলাম ও সিলেট বিভাগীয় কোÑঅর্ডিনেটর আকলিমা চৌধুরী।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন সংগঠনের স্থানীয় উপদেষ্টা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বিএনপি সহসভাপতি জেলা পরিষদ সদস্য হেলেনা চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সহসভাপতি মো: শামীম আহমেদ, এম্বেসেডর প্যানেল মেয়র মীর এম এ সালাম, সদস্য ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো: বেলায়েত হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মো: তহিরুল ইসলাম মিলন, এম্বেসেডর ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জহির আহম্মদ শামীম, এম্বেসেডর শিক্ষক কাজী আছমা, উপজেলা জাসদ সভাপতি এলেমান কবীর ও সদস্য মো: আনহারুল ইসলাম।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য উপজেলা কুষক দলের সভাপতি মকসুদুর রহমান, শিক্ষক রিনা মজুমদার, জাফরিন নাহার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টে সাংবাদিক নূর মোহাম্মদ সাগর, কাউন্সিলর মো: আলকাছ মিয়া, কাউন্সিলর মো: ছালিক চৌধুরী প্রমুখ।
মন্তব্য করুন