শ্রীমঙ্গলে পিএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০১৮ সালের পিএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, বিদায় সংবর্ধনার আয়োজন করেছে শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুনগইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’র সহযোগিতায় ১৬৫ জন পিএসসি পরীক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান পৃথক পৃথক বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ১৫ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ মীর এমএ সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির ও ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়ুব আলী। বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির দাতা সদস্য মো. শাহেদ আহমদ, অভিভাবক সদস্য রাহেনা বেগম, আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক জুবেদা বেগম, কলি ভট্রাচার্য প্রমুখ।
অপরদিকে সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরতলীর সুনগইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল র”মে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. ছালিক আহমদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’র ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ, প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্দুল মতলিব, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির ও ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান পাটওয়ারী। অনুষ্ঠানে পিএসসি পরীক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।
মন্তব্য করুন