শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মা দ ক স ম্রা ট আব্দুল্লাহ গ্রে ফ তা র
December 19, 2024,
স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলে বিশেষ অভিযানে কু খ্যা ত মা দ ক ব্যবসায়ী ও মা দ ক সম্রাট আব্দুল্লাহ (৩৯)-কে গ্রেফতার করেছে থানাপুলিশ।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে সহকারি উপপরিদর্শক (এএসআই) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় অফিসারসহ পুলিশের একটি দল শাহীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে কু খ্যা ত মা দ ক ব্যবসায়ী ও জিআর-৫৮/২৪ (শ্রীঃ)’র ওয়ারেন্টভুক্ত প লা ত ক আ সা মী মোহাম্মদ আবদুল্লাকে গ্রে ফ তা র করেন। আব্দুল্লাহ শ্রীমঙ্গল রামনগর আটঘর বস্তির মৃ ত নুরুল হকের ছেলে।
সহকারি উপপরিদর্শক (এএসআই) মোঃ নজরুল ইসলাম জানান, আব্দুল্লাহর বিরুদ্ধে একাধিক মা দ ক মা ম লা রয়েছে। তিনি জানান, সে এলাকার চি হ্নি ত মা দ ক কারবারী মা দ ক স ম্রা ট। বৃহস্পতিবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সো প র্দ করা হয়।
মন্তব্য করুন