শ্রীমঙ্গলে পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা: ৩ নারী আহত
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলার ঘটনায় ৩ নারীসহ ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে শিরিন আক্তার (৩০) নামে এক গৃহবধূকে আশংকাজনক অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মৌলভীবাজার আদালতে মামলা দায়ের করার পর থেকে আসামীরা বাদীর পরিবারকে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দিলবরনগর গ্রামের কালু মিয়ার সাথে দুলাল ও তার ভাই রফিক মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ৩ জুন দুলাল ও তার ভাই রফিক মিয়ার নেতৃত্বে ১০/১১ জন স্বশস্ত্র অবস্থায় কালু মিয়ার বাড়িতে হামলা চালায়। এসময় প্রতিপক্ষরা কালু মিয়া, স্ত্রী শিরিন বেগম, শাশুরী জাহানারা বেগম, জেঠাশ নাজমা আক্তারকে বেধম মারপিট করে। এসময় অন্যারা বাধা দিতে গেলে দুলাল মিয়ার লোকজন তাদের উপর হামলা ও মারপিট করে বলে অভিযোগ করেন। এসময় দুলাল মিয়ার পক্ষের লোকজন বাড়ির নারীদের উপর হামলা মারপিটের সময় বাড়ি ঘর নির্বিচারে ভাংচুর চালায়। এসয় তারা ১ ভরি স্বর্ণালংকার ও নগদ ১২ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। এঘটনায় ৬ জুন কালু মিয়া, দুলাল ও রফিক মিয়াসহ ১১ জনের নাম উল্লেখ করে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিষ্ট্রেট আদালাতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত ১১ জুলাই এর মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়ে মামলাটি ওসি শ্রীমঙ্গল থানায় প্রেরণ করেছেন।
বুধবার কালু মিয়া সাংবাদিকদের জানান, প্রতিপক্ষের হামলায় তার স্ত্রী-শাশুরী শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তিনি অভিযোগ করে এ ঘটনায় কোর্টে মামলা দায়েরের পর থেকে পতিপক্ষ দুলাল ও তার ভাই নানা ভয় ভীতি দেখাচ্ছে।
মন্তব্য করুন