(ভিডিওসহ) শ্রীমঙ্গলে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ৬জন, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
স্টঅফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে শহর। নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে দু’পক্ষের ৬ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিজিবি মোতায়ন করা হয়েছে। ২৬ নভেম্বর শুত্রুবার এ নিয়ে আওয়ামীলীগ প্রার্থী ও স্বতস্ত্র প্রার্থী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।
স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু শুক্রবার বিকেল ৪ টায় ভানুগাছ সড়কের ধানসিঁড়ি এলাকার তার নিজ বাসায় সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত ১ টার দিকে দেশীয় অস্ত্রনিয়ে তার বাসায় হামলা চালানো হয়। নৌকা প্রার্থীর পক্ষে ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী তার বাসায় হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের হামলায় তার ভাতিজা রাজ আহমদ সহ ৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা ও সিলেটে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। হামলাকারীদের গ্রেপ্তার করার জন্য তিনি প্রশাসনের প্রতি অনুরোধ করেন। একই সাথে ২৮ নভেম্বর নির্বাচনের দিনও এরকম অস্থিতিশীল ঘটনা ঘটানো হতে পারে বলে তিনি শংকিত রয়েছেন।
অপর দিকে বিকেল ৫টায় নৌকা মার্কার প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক গুহরোডস্থ তার নির্বাচনী প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বলেন, স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধুর ভরাডুবি জেনে এখন শুধুই মিথ্যাচার করছেন। রাস্তা থেকে তার দুই সমর্থককে মারধর করে তার বাসার দিকে টেনে নিয়ে যায়। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন আছেন। তিনি বলেন, স¦তন্ত্র প্রার্থী মাঠে টাকা ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করছেন। এ বিষয়ে গণমাধ্যকে তিনি দৃষ্টি রাখার আহবান জানান।
মন্তব্য করুন