শ্রীমঙ্গলে প্রতিবন্ধি ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ অবহিতকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ প্রতিবন্ধি ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ অবহিতকরণ শীর্ষক এক সেমিনার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৬ অক্টোবর সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শহীদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব। ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ও এডাব জেলা সম্পাদক এস এ হামিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, এডাব কেন্দ্রীয় সদস্য কাজী আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সমন্বয়কারী কাওছার আহমদ কনক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আব্দুল মান্নান, আবাসিক মেডিকেল অফিসার ডা মুকল চন্দ্র পাল ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন। প্রজেক্টরের মাধ্যমে তথ্য উপস্থাপন করেন এডাবের আঞ্চলিক সমন্বয়কারী বাবুল আক্তার। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এমসিডার নির্বাহী পরিচালক মো: তহিরুল ইসলাম মিলন, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, আনোয়ার হোসেন জসিম, ইশার নির্বাহী পরিচালক প্রভা রাণী বাড়াইক ও নারী নেত্রী পারভিন চৌধুরী প্রমুখ। আলোচকরা প্রতিবন্ধির বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানো আহবান জানান।
মন্তব্য করুন