শ্রীমঙ্গলে প্রতিবন্ধি ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ অবহিতকরণ শীর্ষক সেমিনার  অনুষ্ঠিত

October 27, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ প্রতিবন্ধি ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ অবহিতকরণ শীর্ষক এক সেমিনার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৬ অক্টোবর সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শহীদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব। ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ও এডাব জেলা সম্পাদক এস এ হামিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, এডাব কেন্দ্রীয় সদস্য কাজী আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সমন্বয়কারী কাওছার আহমদ কনক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আব্দুল মান্নান, আবাসিক মেডিকেল অফিসার ডা মুকল চন্দ্র পাল ও  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন। প্রজেক্টরের মাধ্যমে তথ্য উপস্থাপন করেন এডাবের আঞ্চলিক সমন্বয়কারী বাবুল আক্তার। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এমসিডার নির্বাহী পরিচালক মো: তহিরুল ইসলাম মিলন, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, আনোয়ার হোসেন জসিম, ইশার নির্বাহী পরিচালক প্রভা রাণী বাড়াইক ও নারী নেত্রী পারভিন চৌধুরী প্রমুখ। আলোচকরা প্রতিবন্ধির বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানো আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com