শ্রীমঙ্গলে পাকিস্তান প্রতিরোধ দিবস পালিত

March 23, 2017,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে আলোচনাসভা, আনন্দ শোভাযাত্রা, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা ও শহীদ সহযোদ্ধা স্মরনে নিরবতা পালনসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে প্রতিরোধ দিবস।
শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধারা তৎকালীন ছাত্র সংসদের ব্যানারে এ কর্মসূচীর আয়োজন করেন। কর্মসূচীর শুরুতে উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনা থেকে শোভাযাত্রা বের হয়ে শ্রীমঙ্গল থানার পুরাতন ভবনের সামনে যেখানে ১৯৭১ সালের ২৩ মার্চ বৃহস্পতিবার পাকিন্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়েছিলো সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনাসভা।
এ সময় প্রধান অতিথি হিবেবে বক্তব্যদেন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মন্নান।
পরে মুক্তিযোদ্ধারা আবারও শোভাযাত্রা করে শ্রীমঙ্গল সাধুবাবার বটতলী বধ্যভূমি একাত্তরে যান। সেখানে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁদের স্মরনে নিরবতা পালন করেন। এ সময় মৌলভীবাজারের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এস এম আনিসুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা এম এ মন্নানসহ অনান্য মুক্তিযোদ্ধারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com