শ্রীমঙ্গলে প্রথম বারের মতো দেখা মিলেছে ভারতীয় প্রাণী ছোট লেজের ‘মোল’
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে অবশেষে দেখা মিলেছে দেশের বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির প্রাণী ছোট লেজের ‘মোল’। আর এই বিরল প্রাণীটিকে এক নজর দেখতে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী।
৯ মার্চ বৃহস্পতিবার সকালে ফুলছড়ি চা বাগানে ধরা পড়ে বিরল প্রজাতির এই প্রাণী। সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের ফুলছড়ি চা বাগান থেকে এটিকে উদ্ধার করে স্থানীয় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছে। প্রাণীটির শরীর সামনে পেছনে এক সমান ও সরু। গলা ছোট এবং বেলভেট কাপড়ের মতো উজ্জ্বল কালো রংয়ের। লেজটা ছোট এবং সম্পূর্ণ লেজ লোমে ঢাকা।
বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ফুলছড়ি চা বাগানের বাসিন্দা টমাস নাপাক এর বাড়িতে আহত অবস্থায় প্রাণীটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন।
বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেস রঞ্জন দেব বলেন- ভারতীয় ছোট লেজের ‘মোল’ শ্রীমঙ্গলে প্রথম দেখা মিলেছে। এ জাতীয় প্রাণীর বৈজ্ঞানিক নাম (Talpa Micrura Micrura)। সাধারণত হিমালয়ের পূর্ব এবং কেন্দ্রস্থলে ১৫০০ থেকে ২৪০০ মিটার উচ্চতায় এদের আবাস। এরা মাটির নিচের বিভিন্ন কীট পতঙ্গ খেয়ে জীবন ধারণ করে থাকে। তিনি জানান, প্রাণীটি সুস্থ্য হয়ে উঠার সাথে সাথেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
মন্তব্য করুন