শ্রীমঙ্গলে ফুটপাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ফুটপাটের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, পৌর মেয়র মোঃ মহসিন মিয়া ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ১১ অক্টোবর বুধবার দুপুরে শহরের স্টেশন রোড ও হবিগঞ্জ রোডে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
কহরের সৌন্দর্য্য বৃদ্ধিও লক্ষ্যে অনুষ্ঠিত এ অভিযানে ফুটপাটের ভ্রম্যমান ব্যবসায়িদের অপসারণ করা হয়েছে। স্থায়ী
ব্যবসায়িদের যারা ফুটপাটের জায়গা দখল করে স্থাপনা তৈরী করেছেন তাদের সকল স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়েছে। অস্থায়ী সকল দোকান কোঠ উঠিয়ে ফেলা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম বলেন, শহরেরর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যারা আইন মানবে না, তাদের প্রতি আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
শ্রীমঙ্গল পৌর মেয়র মোঃ মহসিন মিয়া বলেন, আইনের উর্ধে কেউ নেই। আইন সবার জন্য সমান। শহরবাসীর নিরাপদ পথচলা নিশ্চিত করার জন্য ফুটপাট পরিস্কার রাখতে হবে।
মন্তব্য করুন