শ্রীমঙ্গলে ফুটপাত উচ্ছেদ অভিযান
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ পর্যটন শহর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শ্রী পুনরুদ্ধার, সৌন্দর্য বর্ধন, পথচারীরের নির্বিঘœ চলাচল ও যানজটমুক্ত শহর গড়তে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
১৮ জুন শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে এ অভিযান চালানো হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল হকের নেতৃত্বে ও পৌর মেয়র মহসিন মিয়া এবং শ্রীমঙ্গল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের সহযোগীতায় ও উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পৌর সভার প্রকৌশলী, বিভিন্ন ওযার্ডের কাউন্সিলার ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল হক জানান, শহরের হবিগঞ্জ রোড, স্টেশন রোড, ভানুগাছ রোড,পুরান বাজার, কাচাবাজার, সাগরদিঘী সড়ক ও নতুন বাজার সড়কে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, দোকানীরা রাস্তার ফুটপাত দখল করে দোকান পাটসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলে। এসমস্ত অবৈধ্য স্থাপনা ও দোকান পাট উচ্ছেদ করা হয়েছে। প্রসঙ্গত শ্রীমঙ্গল শহরের এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য শ্রীমঙ্গল পৌরসভা থেকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্ত সংশ্লিষ্টরা এসব স্থাপনা সরিয়ে না নেওয়ায় উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসন শনিবার যৌথ উদ্যোগে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
মন্তব্য করুন