শ্রীমঙ্গলে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ

June 23, 2024,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ইতিমধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে।

তারই অংশ হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রবিবার (২৩ জুন) বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের হাজীপুর এলাকায় ১৫০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রীর প্যাকেট উপকারভোগীদের হাতে তুলে দেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামানের পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেবের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায়।

এছাড়াও উপস্থিত ছিলেন কালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলহাজ্ব মোহাম্মদ আছাদুজ্জামান বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা শুরু হয়েছে। ইতিমধ্যে পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বেতন করা হয়েছে। তিনি আরো বলেন জনপ্রতিনিধিদের মাধ্যমে বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে। যাচাই-বাছাই করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে খুব শীঘ্রই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com