শ্রীমঙ্গলে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় গরীব ৩শ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ বিতরণ

May 17, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় গরীব প্রায় সাড়ে ৩শ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ বিতরণ করা হয়েছে।
১৭ মে বুধবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এশিয়ান রিসোর্স ফাউন্ডেশন ব্যাংককের আর্থিক অর্থনায়নের এ ত্রাণ বিতরণ করা হয়।
নমিজান আপ্তাবি ফাউন্ডেশন ও স্থানীয় এনজিও সংগঠন ম্যাক বাংলাদেশ এর উদ্যোগে এবং কালাপুর ইউনিয়নের সার্বিক সহযোগীতায় ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এশিয়ান রিসোর্স ফাউন্ডেশন ব্যাংকক এর রিজিওনাল প্রোগ্রাম কো-অডিনেট ইছাক এম সোহেল। কালাপুর ইউনিয়নের চেয়ারাম্যান মো: মুজিবুর রহমান মুজুল এর সভাপতিত্বে এবং ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এ হামিদের সঞ্চালনাায় বিশেষ অতিথি ছিলেন নমিজান আপ্তাবি ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আলী সোহেল।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো; ছোবান চৌধুরী, ফিরোজ মিয়া, এসক বেগম, মো: আনোয়ার হোসেন ও আব্দুল মুকিত প্রমুখ। এর আগে মৌলভীবাজারে বড়লেখা উপজেলার  তালিমপুর ইউনিয়ন, কুলাউড়া উপজেলার ভুকশিমুইল ইউনিয়নে সাড়ে ৮শ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ত্রানের মধ্যে রয়েছে প্রতি প্যাকেটে ৮কেজি চাল,  কেজি আলু,  কেজি প্যাকেট লবণ, ১লিটার সয়াবিন তেল ও দেড় কেজি মসুর ডাল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com