শ্রীমঙ্গলে বন সম্পদ রক্ষায় ও বন আইনের প্রয়োগ বিষয়ে বিজিবির ভূমিকা শীর্ষক সেমিনার

May 18, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বন সম্পদ রক্ষায় ও বন আইনের প্রয়োগ বিষয়ে বিজিবির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৮ মে বৃহম্পতিবার সকালে শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবির দরবার হলে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল আশলাফুল ইসলাম।
৪৬ বিজিবির অধিনায়ক ল্যা. কর্ণেল আনিসুজামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান, মেজর খালেদ, বন রেঞ্জ কর্মকর্তা ও বডারর্গাড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশিকান্ত দেব।
এ ছাড়াও কর্মশালায়  শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিজিবি বিভিন্ন পদবীর কর্মকর্তারা অংশনেন।
কর্মশালায় বন রক্ষায় ভুমিকাকারীদের বন আইন জানা জরুরী বলে জানান বক্তারা। আর তা জানা থাকলে সহজে প্রয়োগ করা যায়।
এসময়  মৌলভীবাজারের সংরক্ষিত বন রক্ষার জন্য আইন জেনে আরো কার্যকারী ভূমিকা রাখার আহবান জানান প্রধান অতিথি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com