শ্রীমঙ্গলে বরফ সংকট! বাজারে ইলিশ ভালো রাখা দুষ্কর বাড়তি দাম যোগ হচ্ছে মাছের সঙ্গে

October 7, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে বরফ সংকটের কারণে ইলিশ মাছকে ভালো রাখা সম্ভব হচ্ছে না। বরফের আকাল দেখা দিয়েছে । ফলে, মাছ ভালো রাখা দুষ্কর। অত্যাধুনিক বরফ কল না থাকার কারণে চাহিদা অনুযায়ী মিলছে না বরফ। পরিকাঠামোর অভাবে অনেক বেশি দাম গুনতে হচ্ছে বরফের চাঁই কেনার জন্য। ফলে সেই বাড়তি দাম যোগ হচ্ছে মাছের সঙ্গে। মেসার্স আশিক এন্ড ব্রাদার্স এর পরিচালক (মাছের আড়ৎদার) আশিকুর রহমান বলেন বাজারে বেশি ইলিশ আসলে বরফের দাম বেড়ে যায়। চাহিদা অনুযায়ী শ্রীমঙ্গলে ইলিশ মাছ ভালো রাখা সম্ভব হচ্ছে না। মাছ ব্যবসায়ীরা জানান মাত্র ১টি বরফ ফ্যাক্টরি রয়েছে এতে বরফের চাহিদা মেটানো সম্ভব নয়। শ্রীমঙ্গলে বরফ কল হলে বরফের ঘাটতি আর থাকবে না। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ভাল তাজা ইলিশ বিক্রয় করতে পারছেন না। দিনের শেষে হয়তো কম দামে বিক্রি করতে হয়। শ্রীমঙ্গল উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শহিদুল রহমান সিদ্দীক জানান এবছর দেশে ডিমওয়ালা ঝাটকা মাছ ধরতে না দেওয়ায় ইলিশের উৎপাদন বেশি হচ্ছে । মনে করা হচ্ছে, বেশ কয়েকটা দিন আরও বেশি ইলিশ ধরা পড়বে জালে। শ্রীমঙ্গল বাজারে প্রচুর পরিমান ইলিশ মাছ আসলেও মাছ ব্যবসায়ীরা বরফের অভাবে মাছ ভালো রাখতে পারছে না। শ্রীমঙ্গলে কল স্টল হলে বরফের চাহিদা অনেকটাই কমে যাবে। শ্রীমঙ্গল বাজারে ইলিশের চাহিদা থাকলেও যোগানের অভাবে ইলিশের দাম ফের হবে আকাশছোঁয়া। তাই এখন মৎস্যজীবী থেকে আড়তদার, সকলেই চাইছে, বরফ জমুক আরও বেশি। তাহলেই জমবে ইলিশের বাজার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

১টি মন্তব্য “শ্রীমঙ্গলে বরফ সংকট! বাজারে ইলিশ ভালো রাখা দুষ্কর বাড়তি দাম যোগ হচ্ছে মাছের সঙ্গে”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com