শ্রীমঙ্গলে বালুবাহী ট্রাকের ধাক্কায় নেদারল্যান্ডের নাগরিক বিদেশী নারী পর্যটক গুরুতর আহত

October 21, 2024,

এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গলে বালুবাহী ট্রাকের ধাক্কায় তোসকা মারিয়ান (৬০) (ঞড়ংপধ গধৎরধহহব) নামে একজন বিদেশী নারী পর্যটক গুরুতর আহত হয়েছেন। আহত পর্যটক নেদারল্যান্ডস এর নাগরিক।

সোমবার ২১ অক্টোবর দুপুরে উপজেলার শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের টি মিউজিয়ামের সামনে ঘটনাটি ঘটে। আহত পর্যটককে প্রথমে ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এখানের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালো রেফার করেন।

বিদেশী পর্যটকের সাথে থাকা ট্যুর গাইড মো. ইউসুফ বলেন, বিদেশী নারী পর্যটক গত ১৮ অক্টোবর শ্রীমঙ্গলে এসেছিলেন। আজ বেলা ২ টার দিকে শ্রীমঙ্গল ভানুগাছ সড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে শ্রীমঙ্গল শহরের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা একটি বালুবাহী ট্রাক বাইসাইকেলের পেছনে ধাক্কা দেয়৷ ঘটনাস্থল থেকে আমরা পর্যটককে গুরুতর আহত অবস্থায় প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তার মুঠোফোনে পাতাকুঁড়ির দেশকে বলেন, বেলা ২টার দিকে এক বিদেশী নারী পর্যটককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পর্যটকের মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অনেকগুলো সেলাই লেগেছে। বুকেও পিঠেও বেশ ইনজুরী হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজারে রেফার করেছি।

শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশ এর ইনচার্জ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে যাই। নেদারল্যান্ডস থেকে আসা ওই পর্যটককে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে। বালুবাহী ট্রাকটি জব্দ করে শ্রীমঙ্গল থানায় নেয়া হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com