শ্রীমঙ্গলে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বোয়ক মৌলভীবাজারের শ্রীমঙ্গল আশিদ্রোন ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
সোমবার ১৭ মার্চ শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়ন বিএনপি ও দলের অঙ্গ সংঠনের আয়োজনে টিকরিয়া চৌমুহনায় এই দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী।
আশিদ্রোন ইউনিয়ন বিএনপি সভাপতি মো. সামছুর রহমান এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক তাজ উদ্দিন তাজু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মকসুদ আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি মোছাব্বির আলী মুন্না, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন, বিএনপির নেতা ও দৈনিক দিনকালের প্রতিনিধি রুবেল আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক মহি উদ্দিন ঝারু, সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল মুহিত কদর, সদস্য সচিব মো. টিটু আহমেদ, যুবদল নেতা আজির উদ্দিন, যুবদল নেতা রহিম, পৌর যুবদলের নেতা ও সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল কাদির, স্বেচ্ছাসেবক দলে সদস্য সচিব তৈয়ব আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল খালিক, জেলা ছাত্রদলে যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল উদ্দীন, পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদ আহমেদ, সদস্য সচিব রিমন আহমদ, তাতীদলের সভাপতি সবুজ মিয়া প্রমুখ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় বিএনপির ভূমিকা তুলে ধরেন। এছাড়াও, তারা দলীয় কর্মসূচি বাস্তবায়নে সকল স্তরের নেতাকর্মীদের একযোগে কাজ করার নির্দেশনা দেন।
মন্তব্য করুন