শ্রীমঙ্গলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ

December 19, 2024,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার ১৮ ডিসেম্বর রাতে পৌর শহরের কালিঘাট সড়কে হতদরিদ্রদের হাতে শীতবস্ত্র তুলে দেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু।

এ সময় মো. মহসিন মিয়া মধু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে শ্রীমঙ্গলের পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা কাজী আব্দুল করিম, আলকাছ মিয়া, আব্দুল জব্বার আজাদ, যুবনেতা মুরাদ হোসেন সুমনসহ বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com