শ্রীমঙ্গলে বিজিবি’র মাদকবিরোধী সচেতনতামূলক সভা

July 26, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘স্বদিচ্ছাই মাদকের চেয়ে শক্তিশালী’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি’র আয়োজনে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই বুধবার বিকেল তিনটায় বিজিবি’র পদস্থ কর্মকর্তাগনের অংশ গ্রহণে বর্ডারগার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কয়েক শতাধিক শিক্ষার্থী এবং বিজিবি’র সদস্যরা সম্মেলিতভাবে স্কুল প্রাঙ্গণ থেকে এক বিশাল মাদক বিরোধী সচেতনতামূলক র‌্যালী বের করে। র‌্যালী শেষে ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন শ্রীমঙ্গল সেক্টেরের আয়োজনে বিজিবির কনফারেন্স রুমে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবি সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মো.আশরাফুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন বিজিবি’র শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম শাহীনুল ইসলাম,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুবোধ চন্দ্র বিশ্বাস,শ্রীমঙ্গল থানার পরিদর্শক(অপারেশন) মো.সোহেল রানা,শ্রীমঙ্গল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী ও বর্ডারগার্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশি কান্ত দেব। সভায় মাদক না বলতে সকল স্কুল ছাত্রদের মাদকের বিরুদ্ধে হাত তুলে শপথ করানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com