শ্রীমঙ্গলে বিজিবির হামলার ঘটনায় মাঠে নেমেছে তদন্তটিম
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে বিজিবি ও পরিবহন শ্রমিক এবং ব্যবসা প্রতিষ্টানে হামলায় ক্ষতি নিরুপন করতে ৮ জানুয়ারি দুপুর থেকে মাঠে নেমেছে জেলা প্রশাসনের তদন্তটিম।
একই সাথে মাঠে কাজ করছে বিজিবি রিজিওন পর্যায়ের ৫ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের তদন্তকারী টিম।
তদন্তটিম জানায়, তারা ভাংচুর করা গাড়ীর সংখ্যা সনাক্ত এবং ক্ষতি নিরুপনের কাজ করছেন এবং পর্যায়ক্রমে ক্ষতিগস্থ ব্যবসায়ী, পর্যটক, পথচারী ও অনান্য ক্ষতির বিষয় গুলোও তারা নিরুপন করে একটি পরিচ্ছন্ন রিপোর্ট জমা দিবেন।
উল্লেখ্য বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ ষ্ট্যান্ড এলাকায় বিজিবি চালকের সাথে এক পরিবহন শ্রমিকের কথা কাটাকাটির জের ধরে কিছু বিজিবি সদস্য ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে শতাধিক গাড়ী ও বেশ কিছু দোকানপাঠ ভাংচুর করা হয়। আহত হন কমপক্ষে ৩০ জন। এর প্রতিবাদে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে দুই দিন শুক্রবার ও শনিবার পরিবহন ধর্মঘট পালন করে ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক ইউনিয়ন।
মন্তব্য করুন