(ভিডিওসহ) শ্রীমঙ্গলে বিজিবি ব্যাটালিয়ানের গৌরবময় এক যুগ

August 28, 2019,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্যাপন করা হয়েছে দেশের ঐতিহ্যবাহী সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল ৪৬বিজিবি ব্যাটালিয়নের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বুধবার ২৮ আগস্ট দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ক্যাম্পাসে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল জুবায়ের হাসনাৎ, পিএসসি, এলএসসি প্রধান অতিথি হিসেবে কেক কেটে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।

শ্রীমঙ্গল ব্যাটেলিয়ানের অধিনায়ক লে: কর্ণেল মোঃ আরিফুল হক, পিবিজিএল (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন, জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, মেজর মঈন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান,  শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালেক, স্থানীয় পত্রিকা খোলাচিঠি’র সম্পাদক সরফরাজ আলী বাবুল, ইমজা মৌলভীবাজারের সভাপতি শাহ অলিদুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন  শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ডিএডি শাহজাহান। এ সময়  প্রধান অতিথি ও সভাপতি ৪৬ বিজিবির বিভিন্ন কর্মকান্ড উপস্থিত অতিথি ও গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। বিজিবি’র কর্মকর্তাগণ ও সদস্যবৃন্দ ছাড়াও সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্যে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল জুবায়ের হাসনাৎ, পিএসসি, এলএসসি বলেন, “৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সাফল্যগাথা কর্মকান্ড রয়েছে।

মূলত এ বাহিনীর সুদীর্ঘ কর্মকান্ড ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়। তাই এ ব্যাটালিয়নে যারা কর্মরত রয়েছেন এবং অতীতে যারা দায়িত্বে নিয়োজিত ছিলেন তারা এ বাহিনীর গর্বের অংশীদার। প্রতিষ্ঠার পর থেকে এই ব্যাটালিয়নের সদস্যবৃন্দ তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে আসছেন’।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com