শ্রীমঙ্গলে বিশ্ব পানি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘‘বর্জ্য পানি পুনর্ব্যবহার’’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পানি দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে র্যালী ও আলোচনা সভার মাধ্যমে এ দিনটি পালন করা হয়েছে।
২২ মার্চ বুধবার সকালে ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট এফেয়ার্স ( আইডিয়া) ও র্যানার স্কুল এন্ড কলেজের আয়োজনে এবং ওয়াটারএইড, বাংলাদেশ এর সহযোগীতায় উপজেলার রাজঘাট ইউনিয়নের র্যানার স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণ থেকে একটি র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে স্কুল প্রাঙ্গণে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: নুরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধঅন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোবাশশেরুল ইসলাম। শিক্ষক শামছুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইডিয়া সহকারী পরিচালক নাজিম আহমদ, প্রজেক্ট ম্যানেজান পঙ্কজ ঘোষ দস্তিদার ও আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক কমুদ রঞ্জন কর, ইউপি সদস্য সুমন তাতী, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য হাসানুল হক দুলাল, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মো: সেলিম আহমদ প্রমুখ। আলোচনা সভায় বিশুদ্ধ পানি ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশনসহ পানি ব্যবহারে সচেতন হওয়া আহবাণ জানান।
মন্তব্য করুন