শ্রীমঙ্গলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

October 17, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ কারিতাস সিলেট আঞ্চলিক অফিসের উদ্যোগে এসডিডিবি প্রকল্পের আর্থিক সহায়তায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে কারিতাস সিলেট আঞ্চলিক অফিসের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য: ‘‘সাদাছড়ি নিশ্চিত ব্যবহার এ দিবসের অঙ্গীকার”।
এ উপলক্ষে ১৬ অক্টোবর সোমবার শ্রীমঙ্গল উপজেলার ৭নং রাজঘাট ইউনিয়নের টিপরাছড়া চা বাগানে দিনব্যাপী প্রতিবন্ধী, প্রবীণ ও মাদকাসক্ত ব্যক্তিদের বিষয়ে যুবাদের দায়িত্ব ও কর্তব্য এবং করণীয় সম্পর্কে যুব সেমিনার এর আয়োজন করা হয়েছে। উক্ত সেমিনারে মোট ৫২ জন যুবা অংশগ্রহণ করেন।
এর আগে ১৫ অক্টোবর রবিবার সকালে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়ন পরিষদের জনমিলন কেন্দ্রে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়, কারিতাস সিলেট অঞ্চলের সক্ষমতা প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মো. মখলিছুর রহমান, ইউপি সদস্য জনাব মো. শাহজাহান মিয়া বক্তব্য প্রদান করেন। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন সোনাছড়া চা বাগানের দৃষ্টি প্রতিবন্ধী মি. বিশ্বেসর বেনবংশী এবং কালিঘাট চা বাগানের দৃষ্টি প্রতিবন্ধী মো. মতলিব মিয়া। প্রোগ্রামটি সঞ্চালন করেন কারিতাস সিলেট অঞ্চলের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মি. লুটমন এডমন্ড পডুনা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com