শ্রীমঙ্গলে বোন হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী
সাইফুল ইসলাম॥ শ্রীমঙ্গলে বোন হত্যার অভিযোগ এনে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানালেন নিহতের বড় ভাই জিয়াউল হক জিহাদ।
৩০ আগষ্ট বুধবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৫ আগষ্ট সন্ধ্যায় আমার ছোট বোন ফেরদৌসি আক্তারকে তার স্বামীর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে। তার স্বামী সাইফুর রহমান প্রবাসে থাকায় তারা এ সুযোগ নেয়।
তিনি শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করতে গেলে থানা পুলিশ মামলা নিতে পুলিশ টালবাহানা করে। পরে চলতি মাসে ২৮ আগষ্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল, মৌলভীবাজারে বোনের স্বামী সাইফুর রহমানকে প্রধান আসামী করে ৮ জনের নামে একটি পিটিশন মামলা দায়ের করেন। আদালত মামলাটি থানা পুলিশকে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।
জিহাদ আরও বলেন, ২০১০ সালে তার বোনকে পাশের গ্রামের মৃত দলিলুর রহমানের পুত্র সাইফুর রহমানের কাছে সামাজিক ভাবে বিয়ে দেন। বর্তমানের ফেরদৌসি আক্তারের ৫ বছর বয়সী এক ছেলে ও দুই বছর বয়সী এক কণ্যা সন্তান রয়েছে।
নিহত ফেরদৌসি আক্তারের দেবর সাইদুর রহমান হত্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার বড় ভাই সৌদি প্রবাসি। মোবাইল ফোনে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদের জের ধরে সে বিষ পানে করে আত্মহত্যা করে।
এব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি কেএম নজরুল ইসলাম বলেন, আমার কাছে তারা কোন অভিযোগ নিয়ে আসেনি। বরং এ ব্যাপারে তারা আমার কাছে আইনি পরামর্শ চেয়ে ছিল। আমি তাদেরকে যতটুকু দেয়ার আমি দিয়েছি। তিনি আরও বলেন, আদালতের কোন আদেশ আমি পাইনি, পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
জিহাদ । উপজেলার ভূনবীর ইউনিয়নের আঐ গ্রামের আবুল বাসারের ছেলে এসময় তাঁর উপস্থিত ছিলেন তার পিতা আবুল বাসারসহ পরিবারের সদস্যরা।
মন্তব্য করুন